T3 || শক্তি চট্টোপাধ্যায় || স্মরণে অনুপ ঘোষাল

জেল থেকে লেখা চিঠি-৪৩

আমাদের পছন্দগুলোর নাম দরকার,
দরকার অপছন্দের সামর্থ্য।

যা বলতে চাই,যতটা বলতে চাই,পারি না!

রাষ্ট্র খুঁড়ে খাবে,ধর্ম ভাগ দেবে না ভালবাসার।
আকাশ থেকে দুর্নাম নেমে আসবে সমতলে।
বন্ধুরাও পলকহীন,ঠিক যেমনভাবে
হাতে হাত রেখে প্রথম সমুদ্র দেখেছিলাম।

হাওয়ার্ড ফাস্ট পড়িয়েছিল যে লোকটা
সেও আজ স্ট্যাচুকে লিবার্টি বলেই ডাকছে!

পিলপিল করে বেরিয়ে আসছে
খাটো মাথার গুবরেপোকার দল।
সহস্র ঘাতক লক্ষ্য রাখছে। শুধুমাত্র
নিশ্চুপ শরীরের উপর ঝুঁকে পড়বে বলে।

তুমি এখনও তাক করে আছো টগবগে বৃষ্টি!
অনুচ্চারিত ভায়োলিন,নির্ভার বিষাদ!

ক্রমাগত মিলিয়ে যাচ্ছ পাঁশুটে শব্দহীনতায়।

এ তো এক অসহায়তার উদযাপন!

তোমার এই মৌনতায় বিষ,
তোমার থেমে থাকায় ক্ষুধার্ত সন্তানের লাশ।

গলা ফাটাও,প্রয়োজনে অনেক কিছু।

কালচে নদীখাতে অন্তত একটা-দুটো
শিশিরে পাওয়া নীল নক্ষত্র ফুটে থাক।

ফুটে থাক যা কিছু সোনালী ধানের ক্ষেত।

পোশাক বদলাও, বদলে ফেল
প্রিয় ফুচকার দোকান, পানশালাও।

শুধু, নিজের গান বদলিও না কখনও!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।