• Uncategorized
  • 0

কাব্যানুশীলনে অঙ্কন গুচ্ছাইত

উল্কা যখন জোনাকি

উল্কা পড়ে তারা খসে
ইচ্ছা পূরণ হবে তারে ছুঁলে ।
ধরবে বলে ছুটছে কষে
পড়ে গেল হোঁচট খেয়ে জলে ।
দিদার কাছে গল্প শোনা
দৈত্যরা ক্ষুব্ধ হলে গলা দাবায় ।
দেখায় আলো উল্কা জানা
চড়িয়ে কোলে অমরধাম ঘুরায় ।
উনার কথা সত্যি হলে
ওরা হঠাৎ লুকিয়ে কেন যায় !
আকাশ পথে আসে বলে
তাদের ধরে গিলে কারা খায় ।
রাত্রে তাঁকে ধরবে বলে
বিছানা পাতিয়ে বাহিরে ঘুমায় ।
হঠাৎ দেখে পাখনা মেলে
মশারির কাছে এসে থমকে যায় ।
ঝাপটে ধরে নিল তারে
শিশির মধ্যে গুঁজে ভরে নেয় ।
সকাল বেলায় দিদা ধীরে
বললো একে জোনাকি কয় ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।