ক্যাফে কাব্যে অনুপ ঘোষাল

জেল থেকে লেখা চিঠি
লাশ ছুঁয়ে এত কথা বলতে নেই।
বলতে নেই
করিতকর্মা পুলিশের কথা।
শুধু হেঁটে যেতে হয়
একটা চুপকথা থেকে আরও একটায়।
সনাক্তকরণে।
রাষ্ট্রকে নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে দাও।
পেতে দাও পুড়ে যাওয়া শরীরের স্বাদ।
নিস্তব্ধতায় ওদের বড় ভয়!
যত চুপ হবে ততই বাড়বে মিছিল।
পলাশ উঠবে ফুটে।
আগুনের ব্যবহার রাষ্ট্রের থেকে
মানুষ শিখেছে আগে।