যে ভাষায় তুমি স্বপ্ন দেখো,যে ভাষায় তুমি কথা বল,
জানো কি সেই ভাষা, কি ভাবে এত পথ পেরোলো?
বহু শতাব্দী আগে, দেখা পেয়েছিলাম যার, চর্যাপদে,
তার চলার পথ বন্ধুর দেখে,আজ সহসা হৃদয় কাঁদে।
যে ঘুমপাড়ানি গান শুনে ঘুমিয়ে ছিলে মায়ের কোলে,
আভিজাত্যের দোহাই দিয়ে, মাতৃভাষা গিয়েছো ভুলে।
ভাষা শহীদের রক্তে রাঙা ভূমির ফসল বাংলা ভাষা,
যার প্রতি কণা স্মরণ করায় ভাষার প্রতি ভালোবাসা।
এক একুশে রক্তে রাঙা পলাশফুল মোর বাংলা ভাষা,
প্রতিটি শব্দে জড়িয়ে আছে মিষ্টি মধুর ভালোবাসা।
আসুক ফাগুন জ্বালাক আগুন,এই যৌবন আঙিনায়,
মুখর হোক দিকবিদিক, বাংলা ভাষার মূর্ছনায়।