স্বপ্ন তুমি বাঁধা কেন, মন যমুনার ঘাটে ?
কাছি খুলে নাও ভাসাবো
যখন সূয্যি যাবে পাটে।
আর দুই প্রহরের অপেক্ষা, জীবন নদীর কুলে,
চাওয়া পাওয়ার হিসেব সেরে
ফিরবো জগৎ ভুলে।
বন্ধু সবাই কেউ হাসায় কেউ কাঁদায় ভবে,
আমি ভাবের সাথে ভাব করেছি
শত্রু কে আর রবে ?
গোধূলি বেলায় বকের পাখায় লুকিয়ে রাখা আলো
পথ দেখাবে আমায় নতুন লোকে,
বন্ধু, তোমরা থেকো ভালো।
এক আনা নয়, দুই আনা নয়, ষোলো আনাই চাই,
নদীর ঘাটে নৌকা বাঁধা আছে
শুধু মাঝির অপেক্ষায়।
ভাসবে সবার নৌকা ওই নীল যমুনার জলে
হয়তো ক্ষণিক আগে পরে,
শেষ পারানি সঙ্গে রেখো মায়ার বাঁধন ভুলে।