এই মেয়ে গেলি কোন ঘুমের দেশে,
পক্ষীরাজ ঘোড়ায় চড়ে..
গেছিস বুঝি কোন্ অচিনপুরে,
মেঘের কোলে ভেসে ভেসে।
এই মেয়ে তোর বন্ধ চোখে–
স্বপ্ন যত ভিড় করে,
চাঁদের আলো ঠিকরে পড়ে,
ঘুমন্ত তোর মায়াবী মুখে–
দখিনা বাতাস কে যেন ছড়ায় – আকাশপথে মায়ারথে চড়ে।
এই মেয়ে তোর ঠোঁটের কোণে–
এক চিলতে মিষ্টি হাসি,
লাজুক রামধনু রাশি রাশি,
বসন্ত এসেছে বুঝি চুপিচুপি –
রাধার জন্য তাই কি বাজে
মিষ্টি সুরের মোহন বাঁশি ?
এই মেয়ে স্বপ্নে বুঝি তোর প্রিয়তম,
এসেছে ফাগুন বিকেলবেলা,
তাই বুঝি তুই হলি উতলা..
লাজে রাঙা আজ কি তাই —
অঙ্গে মাখিস গোধূলি বেলা ?
এই মেয়ে চুপি চুপি যাই তবে এইবেলা–
সুখস্বপ্নে তুই যে বিভোর,
ভালোবাসার আঁকিবুকি মুখে তোর,
মধুর স্বপ্নে মাতোয়ারা ‘হ নিভৃতে একেলা..
আমি না হয় আসবো আবার ও বেলা।