কবিতায় অনুপ ঘোষাল

ভালবাসা বললে
আমি ভালবাসা বললাম,
নদী স্মৃতির ভিতর থেকে
বয়ে গেল দুষ্প্রাপ্য চিঠিতে।
সারি সারি মেঘ টুকটুক নোঙর বিছিয়ে দিল
আশ্বিনের গাড়ি বারান্দায়।
আমি ভালবাসা বললাম,
সব যুদ্ধের হাতে গোলাপ উঠল ফুটে।
সব ক্ষুধা বদলে গেল মাধবীলতায়।
আমি আবার ভালবাসা বললাম,
উসখুসে ছায়াটুকু নীরবে,নিশ্চিন্তে
ফুটে উঠল নিজের ভিতর, মোরগঝুঁটি ফুলে।
তারপর,আমি আবার ভালবাসা বললাম,
গমের দানার মতো রোদ ধীরে ধীরে
গুটিয়ে নিল সহজিয়া সার্কাসের তাবু।
হাতি-ঘোড়া কিছু নয়,থেকে গেল
পরিচ্ছন্ন ক্লাউন।
বারবার ভালবাসা বললাম,
একটা প্রকান্ড গাছ আমায় জড়িয়ে
আলো হয়ে গেল।