T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় আশীষ গুহ
by
·
Published
· Updated
হিমেল ছোঁয়ায়…
কে ধরালি হৃদে কাঁপন
কোন সে রানীর বাজলো কাঁকন,
কোন সে হলুদ মখমলেতে
মধুপ করে গুঞ্জন।
উত্তুরের ওই দুয়ার খানি
হঠাৎ কিসের কানাকানি ?
কেউ এসেছে কেউ এসেছে,
খবর দেয় হেমন্ত রানী!
শুরু হলো বিদায় পরব
পাতা ঝরায় বৃক্ষরা সব,
একলা আমি গৃহকোণে
হিমেল হাওয়ায় কাতর, নীরব।
শিউলি ফুলের মুচকি হাসা
মনে পড়ায় সেই ভালোবাসা,
তুমি আমি দাঁড়িয়েছিলেম
সাক্ষী ছিল ভোর কুয়াশা !
শীতের কাঁপন রৌদ্র খোঁজে
যামিনী যেমন তারায় সাজে,
নতুন করে বাঁচতে চাওয়ার
নবীন ভোরে সানাই বাজে।
এস হে হিমেল শীতের কাঁপন
এই গোধূলির বিদায় যাপন,
রাত্রি শেষে ফিরিয়ে দিও
এক রৌদ্র মাখা নতুন জীবন।