সাপ্তাহিক ধারাবাহিকে অনিরুদ্ধ গোস্বামী (অন্তিম পর্ব)

অদৃশ্য প্রজাপতি

ত্রিভান্দ্রাম স্টেশন এ বসে আছি। বিকেল ৫ টা ৫ মিনিট এ ট্রেন। আথিরার স্মৃতি বিজড়িত এই ত্রিভান্দ্রাম এ জানিনা আর কোনোদিন ফিরে আসা হবে কিনা। কিছুতেই ঘোর কাটছে না।
এভাবে চললে নিজের ওপরই নিয়ন্ত্রণ হারাবো। সমতা ফিরে আসছে না কিছুতেই।
প্লাটফর্ম এর বেঞ্চে বসে আছি। যাত্রী ,চা বিক্রেতারা ব্যাস্ত ভাবে ছুটোছুটি করছে। জীবন তো বহমান।
“SIRI ” জানান দিলো ” বিন্সি কলিং ”
ক্লান্ত ও বিষাদ মেশানো গলায় “হ্যালো “বললাম ,নিজের গলা নিজেই যে চিনতে পারছি না ।
ওপাশ থেকে উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞাসা করলো নীল তুমি কোথায় ,অফিস এ ছুটি নিয়েছো ,ফোন ও তোমার সুইচড অফ, আই এম রিয়েলি টেন্সড। একটা ট্রেন ঢুকতে কোলাহল বেড়ে গেল ,বিন্সি গলা শোনা যাচ্ছে না আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে। স্যাটেলাইট যোগাযোগের এই ব্রিজ এর মধ্যে দিয়ে প্রানপনে চাইছি প্রাণ এর মধ্যে ফিরতে। কানে কানে কেউ যেন বললো “থেকে যাও না এখানে” । স্থবির হয়ে বসে আছি। সামনে ১ নম্বর প্লাটফর্ম এ দেখছি এর্নাকুলাম যাবার ট্রেনটা ঢুকছে।

সমাপ্ত

Spread the love

You may also like...

error: Content is protected !!