কবিতায় বলরুমে ডঃ অলকানন্দা গোস্বামী

অনপনেয়
কতদিন পূর্বে বটবৃক্ষের ছায়ায় নির্মোহ হয়ে কৃশ দেহধারী এই তথাগত ভিক্ষাপাত্র হাতে নিয়েছে, তুমি জানোনি যশোধরা,
সেদিন এসেছিলে তুমি, ক্রন্দসী, তবু কত সুন্দর! শীতের সকালের গোলাপের মত, টুপটাপ শিশিরবিন্দু এখানে ওখানে
আমার শম্বুকগুটির কেশ, দর্শনে পীড়িত হয়োনা যশোধরা-
মেঘমল্লার ছেয়ে ফেলা ছায়াঘন দীঘিতে জল ছলছল-
আর ফেরত যেতে পারবোনা, জেনে নিয়েছো যশোধরা?
পিছনপানে চেয়ে দেখলে নির্বাণ দূরগামী হয়, মোক্ষস্পৃহা আমায় জীর্ণ করেছে রোজ,
শীর্ণ দেহ অস্থিচর্মসার, তবু এ এক অনির্বাণ দীপশিখা-
ভিক্ষাপাত্র ভরে দিও যশোধরা,
শুধু বিশ্রম্ভালাপ চেওনা, মোহ নেই একটুও, তবু মায়া জাগে—