ক্যাফে কাব্যে অনুপ ঘোষাল

হেরে গেলে
একজন ডাক্তারকে হেরে যেতে
অনেকেই দেখেছি,শুনেছি অন্তত।
বড় বাড়ি, ব্রীজ ভেঙে গেলে
কতদিন মনে রেখেছি বাস্তুকারের নাম?
ছাত্রের খারাপ ফলে শিক্ষক হেরে গেছেন
একথা বলেছি কতজন? কতবার?
আদালত চত্বরে
হেরো উকিলের সংখ্যাও তো কম নয়!
একজন কবির হেরে যাওয়া
হিট সিনেমার অপ্রয়োজনীয়
বেড সিনের থেকেও খারাপ।
দৃশ্য দূষণ।
হেরে গেলে কবিকে বড্ড বেশি ন্যাংটা লাগে।
বড্ড বেশি নোংরা।
সে মাইকের সামনে হোক অথবা পেছনে।
চেয়ারে হোক অথবা চেয়ার বিহীন।
কবি কখনও কোথাও হারে না।
যে হারে,
সে আত্মহননে অভিযুক্ত লোভী মাদারী।
লোভের এত ক্ষমতা, কবিকে হারায়!