কবিতায় পদ্মা-যমুনা তে আবু আফজাল সালেহ

সৈকতে ভোরের আলোয়
আমি জানি আমি আর বেশিক্ষণ থাকতে পারব না
আমার থাকার অনুভূতি আরও শক্তিশালী।
সাগর এবং চাঁদ–
নতুন সূর্যের অপেক্ষায়
উষ্ণ সৈকতের পাশে সকালের সূর্য
আকাশ একটি নীলকান্তমণি বর্ণের নীল
বালির উপর প্রতিটি তাজা ঝাঁক
অগভীর তরঙ্গের মধ্য দিয়ে আছড়ে পড়ছে
সুবর্ণ বালি, ফিরোজা জল
সামুদ্রিক শৈবাল, নোনা জলের সুগন্ধি বাতাস
সকালের সুন্দর ভোর
আমার পায়ের আঙুলের মধ্যে ভেজা বালি
সোনালি সূর্যোদয়ের আভায়
ঢেউয়ের শীর্ষে ঝলমল, চিকমিক
ভোরের বাতাস সীগালদের জাগিয়ে দিয়েছে।
আমি যেন কারও জন্য অপেক্ষা করছি।