কবিতায় পদ্মা-যমুনা তে আবু আফজাল সালেহ (গুচ্ছ কবিতা)
১| পান্না ঢেউয়ের টানে সমুদ্রের পথে
কৃষ্ণচূড়া থোকা-থোকা ফুলদলের মতো রঙ ঝরে
এক নাম না-জানা সৈকতের কাছাকাছি
ভাঙা বালুর পথ ধরে হাঁটছি
জোড়া টিয়ার ডাকাডাকি
ছোট পাখির ওড়াউড়ি
দুটি নারিকেল গাছ পরস্পরের দিকে ঝুঁকে।
ওই যে পানি থই থই, পান্না সমুদ্রের ধার
ছোট ছোট গ্রানাইটের চর পেরিয়ে
সূর্যের ফোটন জলতলে, প্রতিফলিত হয়
একাকী হাঁটার পথ এটা?
অবোধ মনের প্রশ্ন,
তবুও একাকী চলছি পান্না ঢেউয়ের টানে।
২| ফিরোজা ঢেউ, সোনালি সৈকত
শত-শত কাঁচা হলুদের টুকরো,
ফিরোজার গায়ে ফেনিল ঢেউ
ছোট বড় মাঝারি…
হিংসুকরা উপহাস করে,
ঘড়ি আমাদের তাড়া করে, টিকটিক করে
চিলজাতীয় কিছু পাখি, কৃত্রিম ঘুড়ি মাথার ওপর।
তবুও আমরা বৃষ্টির ফোঁটার মধ্য দিয়ে চলছি
ফিরোজা রঙের শাড়ির সোনালি পাড় দিয়ে
দুটি সী-গাল আমাদের ঈর্ষায় দুষ্টুমি শুরু করে দিল।
৩| সৈকতের রাতে তোমাকে লাগছে ভালো
হালকা বাতাস তোমার চুল এলোমেলো করে দিচ্ছে
বৃত্তাকারে উড়ছে কিছু পাখি
একটি গাঢ় রূপালি চাঁদ আমাদের পেছনে
কবাষ্ণ হিরেরা পায়ে সুড়সুড়ি দেয়।
তোমার মৃদু হাসির স্নিগ্ধতায়
নক্ষত্রগুলো ম্নান হয়ে যায়
দিঘার জলরাশির গর্জন থেমে যায়।
আর আমার পালসও হার্টবিটের গতি যাচ্ছে বেড়ে
আজ দিঘার এ রাতে তোমাকে লাগছে ভালো।