সাতে পাঁচে কবিতায় অঞ্জলি দেনন্দী, মম

রিপ অঞ্জলি সিং
ছোট্ট একটা ধাক্কা।
মৃত্যুটা হল পাক্কা।
অনেকটা পথ এগোলো যন্ত্রণার পরশনে
রগড়াতে রগড়াতে রগড়াতে
সেই নিশীথ রাতে,
চার চাকার ঘর্ষণে –
কারোর কিছুই এলো না তাতে।
ছিন্ন ভিন্ন দেহের ঠিকানা প্রকাশিতা।
নাঃ! নাঃ! নাঃ!
নারী শরীরের হয় নি অবমাননা,
হয় নি সে হয়নি ধর্ষিতা।
নয় সে কু-জনের স্পর্ষিতা।
অঞ্জলি সিং যুগে যুগে যুগে মরে।
পথে থাকে খন্ড খন্ড খন্ড অংশে পড়ে।
সমাজের জন্য নাই তাদের বিদ্রোহ।
নির্বিকার অঞ্জলিদের পৃথিবী গ্রহ।