হৈচৈ ছড়ায় অঞ্জলি দে নন্দী, মম

ঘুড়ি
নানান রঙের ঘুড়ি।
ঊর্ধে যায় উড়ি।
হাওয়ায় টান, ফুরফুরি।
সুতোর গায়ে সুড়সুড়ি।
আকাশে ওদের হুড়োহুড়ি।
লাটাই হাতে আমি মাঠে ঘুরি।
ঘুড়ির লেজ বেজায় বড়।
ঘুড়ির সঙ্গে শব্দ করে
ফর ফর ফর ও।
আমার ঘুড়ি লড়াই করে।
অন্য ঘুড়িদের কুপোকাত করে।
ভো কাট্টা ভো ভো ভো!
গগণে ঐ হচ্ছে ঘুড়ির শো।