|| Happy Father’s Day || তে অঞ্জলি দে নন্দী, মম

বাবা তোমাকে বলছি

বাবা তুমি আমাকে প্রায়ই বলতে,
যে সয় সে রয়।
তুমি নিজেও এই পথেই চলতে।
আমিও তোমার কথা মত এই পথেই চলছি।
কিন্তু বাবা জানো তো, এখন আমি তোমায় বলছি,
এ পথ দীর্ঘদিন বাঁচার জন্য নয়।
এখন আমার শুধুই এ মনে হয়।
তুমি তো চলে গেছো স্বর্গে, বহু আগে।
আজ আমার অন্তরে এ কথা জাগে –
যারা সয় না তারা তো দীর্ঘায়ু নিয়েই রয়।
আর যারা সয় তাদের তো অকাল মৃত্যু হয়।
বুঝলে বাবা, আমি তাই আর সই না,
তোমার কথা আর আমি পালনও করি না।
না সয়েই না হয়
দীর্ঘদিন এ ধরায় রই না।
তোমার কথা মত আমি আমার সন্তানকেও আজ
কিন্তু আর লালনও করি না।
ওকে আমি বলি,
আদৌ সইবি না, সহ্য করা দুর্বলের কাজ।
তুই সবল, সহ্য করিস না তাই।
বাবা, আমি তোমার অঞ্জলি,
আজ আমি আর তোমার সে পথে নাই।
তোমার দেখানো পথ ছেড়ে অন্য পথে চলে যাই।
ক্ষমা কর বাবা, তুমি আমায়!
দীর্ঘদিন বাঁচার ইচ্ছা আমায় নিচু পথে নামায়।
তোমার সে উচ্চ পথে চলতে আমায় থামায়।

Spread the love

You may also like...

error: Content is protected !!