গল্পবাজে অঞ্জলি দে নন্দী, মম

১| আবলতাবলামী….
আবল তাবোল নৈ গো আমি…..নয় এ আমার পাগলামী… বনবিবি ও তাঁর বাহনে… আমি প্রণমি….. মা যে আমার অন্তর্যামী….. অমাবস্যা রাতে…মোমবাতি জ্বালিয়ে নিয়ে হাতে…. সানগ্লাস পড়ে নয়নে…. আমি হাঁটি, একা… গহন বনে….. হ্যাঁ, সবাই তখন, শয়নে….. হ্যাঁ, চাই যে দেখতে আমি… বাঘ, সুন্দরবনে….. হয় নি যে আমার, তার সাথে… এখনও দেখা… হাঁটতে চাই যে একসাথে… তার সাথে….. হাঃ হাঃ হাঃ!!!… বাঘ, বাঃ বাঃ বাঃ …. কী কারণে? … বাঘ সক্ষম মাকে ধারণে… মা….. তাঁর শ্রী পা….. তাঁর কৃপা… মা যে তার ওপরে বসে গো… আমিও তাই চাই তাঁদের সঙ্গ
২| আহাঃ এ কী…..
গিন্নী দিলেন চা… চুমুক দিলুম… এ কী… মিষ্টি নয়… নোনতা চা… চোঁ চোঁ চোঁ করে… নিলুম….. শেষ করে….অগত্যা….. এবার গিন্নী মুখে নিলেন, চা… এ কী…. আঃ মোলো যাঃ….. এমন ভুলও হতে হয়….. চিনি দিতে….. ভুলে গেছি গো কত্তা…. তার বদলে দিয়েছি নূন… বললেন তিনি, … চুমুক দিতে দিতে ….. বললুম আমি…. ত্যানার স্বামী…. ওগো, তুমিই আমার চিনি… ওগো ও আমার গিন্নী…. শুনুন….. ওগো ও আমার মিষ্টি চিন্নি