পরিণতি
আমার ঘন কালো
জানু-ছোঁয়া কেশরাশি।
এর কোমলতা ভালোবাসি।
ঝেঁপে এসে এরা ছোঁয় গালও।
একে জড়িয়ে সুগন্ধি ফুলমালা।
ওঃ মৌমাছি এক করছে কান ঝালাপালা।
আমি ভয়ে ভীত।
তবুও শুনছি ওর গীত – ও।
এই বুঝি হুল ফোটায়।
হটাই কি করে ওটায়?
মালাটিকে খুলে ছুঁড়ে ফেলে দিলুম অবশেষে।
বাঁচলুম স্বস্তির নিঃশ্বেসে।
ওটি পড়ে আছে অনাদরে ডাস্টবিনে।
কত সাধে ওটিকে এনেছিলুম কিনে।
হায় হায় হায়!!!
মৌমাছিটি বসল ওটার ওপরে, মধু চায়।
এমন সময় ছুটে এলো এক ছাগ।
ব্যা ব্যা ব্যা – ও যেন বলছে, ভাগ! ভাগ! ভাগ!
মৌমাছি কানে তুলল না ছাগের কথা।
ছাগ কি আর করে, অন্যথা………
কচকচিয়ে চিবিয়ে খেলো
মৌমাছি সমেত মালা।
যাঃ আপদ গেলো!
জুড়োল যত জ্বালা।
আমি দেখছি সকলই খানিক দূরে দাঁড়িয়ে।
পরিণতি দেখে নিজের মাঝেই নিজে গেলুম হারিয়ে।