সাতে পাঁচে কবিতায় অঞ্জলি দে নন্দী, মম

জাম
ঝুড়ি ভরা জাম,
কালো কালো কালো।
চকচকে, গোলগালও।
বাজারেতে এদের বেশ দাম।
খাদ্যগুণ খুব ভালো।
শুধু কি ফলের, বীজেরও অনেক গুণ।
আমি খাই জাম, লাগিয়ে বিট নুন।
রঙিন হয় কন্ঠ ও জিভ।
যেন নীলকন্ঠ শিব।
গ্রীষ্মের দুপুরে ফল খাই।
এতেই তো তৃপ্তি পাই।
ফলাহারের তুলনা নাই।
দিল্লীতে বাজার দর বড্ড চড়া।
কি আর যায় করা।
সবার সংসারই মূল্যবৃদ্ধিতে গড়া।
মানিয়ে নেওয়ার ইচ্ছায় জীবন সুখে ভরা।