আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ অপর্ণা দেওঘরিয়া ব্যানার্জি

বাংলাভাষা
বাংলা ভাষায় আলো ছড়ায় অন্নদা শংকর
সবুজ পাতায় স্নিগ্ধ ছোঁয়ায় ঈশ্বর তোলে ঝড়
সুবাস ছড়ায় আকাশ রাঙায় কবি জীবনানন্দ
তপ্ত ভুবন শীতল হয় সত্যেন্দ্রনাথের ছন্দ।
রবি কবির কাব্যগানে ভাসে কত সুখ
বিদ্রোহী তার স্বপ্ন জোয়ারে জয় করে সব দুখ,
ফুলঝুরি হয়ে ছড়ায় আলো কিশোর কবি
বীরেন্দ্র তার পাপড়ি ছড়ায় রৌদ্রভরা ছবি।
বাংলা হাসে তুফান তোলে সুকুমারের ছড়ায়
দ্বিজেন কবি তার ভাষাতে প্রেমের দু’হাত বাড়ায়,
আকাশ বাতাসে অঙ্কুর কৃত্তিবাসের গানে
কাশীরাম দোলা দেয় যত বাঙ্গালীর প্রাণে।
বাংলা সাজায় বাংলা রাঙায় লালনের সুরে
রহমান শামসুরে আলো গানে মুক্তো ঝরে।
চরাচরে আজ মাতৃভাষায় খুশির বৃষ্টি পড়ে
বাংলা ভাষার শুদ্ধ প্রেমে অন্তর যায় ভরে।