T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় অন্নপূর্ণা দাস

রাতের স্লোগান
কাল রাতে শহর জুড়ে একটাই স্লোগান
আমরা সঠিক বিচির চাই
দলে দলে সবাই মশাল হাতে চলেছে
কেউ আবার মোমবাতি আর মোবাইলের টর্চ হাত
নারী, পুরুষ, বাচ্চা,বুড়ো ভেদাভেদ ভুলে নির্বিশেষে
সবাই পথ চলছে….
শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে
কেউ বলছে রাজনীতি,
কেউ বলছে মানবিক অধিকার
কেউ আবার নারীদের স্বাধীনতা
তা যাইহোক সবাই পথ চলছে তো
এটাই অনেক, এটাই বড় কথা
আমরা সবাই এক
আমরা শুভ সমাজের রক্ষাকারী দল
আমরা অন্যায় বিরোধী দল
আমরা অন্যায় সহ্য করিনা
আমরা স্বাধীনতা রক্ষায় আগামী ভবিষ্যৎ
আমরা দেশের এগিয়ে যাওয়ার শক্তি
আমরা সবাই ভারতবর্ষের নাগরিক
আমরা ভারতবাসী…..