আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ অসীম দাস

বাংলা ভাষা বাংলা
বাংলা আমার প্রাণের আরাম আদুরে দখিনা হাওয়া,
বাংলা আলাপে ছিপ তিন দাঁড়ে ময়ূরপঙ্খী বাওয়া।
বাংলা ভাষায় দোল খেয়ে যায় বসন্ত দুই বেলা,
বাংলায় কথা বললে বিষাদ হেঁটে চলে যায় মেলা।
বাংলা হরফে লেখা হলে জ্বর আপৎকালীন ঘামে,
বাংলা চিঠিতে শিশিরে মুক্তো মায়া মেঘেদের খামে।
বাংলা ধ্বনিতে কোজাগরী চাঁদ কৃষ্ণপক্ষে ফোটে,
বাংলার ঢেউ- এ রবীন্দ্রনাথ শিলাইদহের বোটে।
বাংলা ভাষায় ব্যারিকেড ভাঙ্গা জনতার নজরুল
বাংলায় কথা বললে পরাগে যেচে ফুটে যায় ফুল।
ভাষা-সহবাসে সীমান্ত-হরা দুই দেশে এক কবি
বাংলা-বর্ণে জীবনানন্দ আঁকেন কবিতা-ছবি!
বুলেটে বিদ্ধ ইতিহাস জেগে ঢাকা আর শিলচরে,
মাতৃদুগ্ধে স্বরচিত স্বাদ ফিরে এসো প্রতি ঘরে।