গদ্যের পোডিয়ামে অর্ঘ্য দে

হায়াত মিঞার গল্প
শুনেছি হায়াত মিঞা ঘর বাঁধেনি কখনও। পথের ধুলো তার দোসর। গান বাঁধে রোদে জলে, পথে পথে প্রান্তরে
শূন্যে সাজায় বাসর।
বৈশাখী ঝড় শেষে ফিরে আসে শহরে,লোডশেডিংয়ের দেশে। রেখে যায় জোনাকি, আলো জ্বলে রাশি-রাশি। জেগে থাকি মায়া আবেশে।
কেটে গেছে অসময়, একা একা সারাবেলা। চেনা মুখ অচেনা ধাঁধা। হাতগুলো সরে গেছে দূর থেকে আরও দূরে সুর ছিল মরমে বাঁধা।
ফিরেছে অসুখ নিয়ে যারা ছিল পরবাসে হায়াত মিঞার ঘরে। নিজেকে উজাড় করে বিলিয়ে দিয়েছে সুখ অভাগাদের আপন করে।