গদ্যানুশীলনে অনুপম দাস

সমুদ্রসৈকতে একা
পুরীর সমুদ্র সৈকতে সদ্যবিবাহিত পল্লবী আর সমিক পাশাপাশি বসে আছে। পড়ন্ত বিকেলে অস্তগামী সূর্যের কমলালেবু রঙের আলোয় পল্লবী কে দেখছে সমিক। কোনো কথা না বলে শুধু ওর হাতটা ধরেই চুপ করে বসে থাকতে ইচ্ছে করছে সমিকের। ঠিক তখনই পল্লবী পিএনপিসি শুরু করলো। মুখটা হঠাৎ তেতো হয়ে গেল সমিকের। ওর নিজেকে খুব একা মনে হল।