T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় অন্তরা দাঁ

একলা বৈশাখ
নববর্ষের চড়াই-দুপুর ছটফট করে আর্তিতে
পালট নেওয়া দিনে আজ আগুন ঝরার ডাক
রাস্তায় রাস্তায় নির্জনতার ফেরিওয়ালা
হেঁকে যায়
স্বল্পমূল্য সুখের ঘন মূহুর্ত
বেগমপুরী লাল-সাদায় টানটান অনুভব
একজোড়া নতুন মকরমুখ আজ শাঁখা-পলার কোল আলো করে আছে
আজ লিকুইড রঙ নয়
সিঁথিতে চওড়া খুকুমনি
উন্নত নাকের পাটায় সিঁদুর-সোহাগ
জোড়ায়-জোড়ায় পুজোর মন্দিরে
খেরোখাতায় সঙ্কল্পের দাগ
ডাবে আঁকা স্বস্তিক-চিহ্ন
স্বাগত বছর ! ঋদ্ধি ,আয়ু, বীতশোক
আপনার জন ভালো থাক
তবু প্রার্থনা যার যার তার তার
একলা বৈশাখ।