T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় অর্ঘ্য দে

মেঘ
এই যে অগ্নিসম্পাত , এই যে অপরিমেয় দহন — আজন্ম অখণ্ডিত অভিশাপ ! দ্বিধাবহুল ব্যাক্তি পরিসরে প্রতিদিন ভেঙে যাই খণ্ডে খণ্ডে।
আবহাওয়া দপ্তরের নজর এড়িয়ে তোমার রেখে-যাওয়া চারকোল টুকরো থেকে কৃষ্ণাভ দ্যুতি ছড়িয়ে পড়ছে মেঘমন্দ্রিত ছন্দে। বরফ কুঁচির মতো বৃষ্টির সম্ভাবনায় দৈন্য; দীর্ণ দেহে বীজ বুনি পরজন্মের।