কবিতায় অন্নপূর্ণা দাস

বিজয় দিবস
আমি মনে রেখেছি
সেদিনের সেই মঞ্চে প্রথম দেখার কথা
বাংলাদেশ ও বাংলা ভাষা নিয়ে আবেগের কথা
প্রথম শোনা বিজয় দিবসের গুরুত্বপূর্ণ ইতিহাসের কথা
আজও পেলাম আপনার সেই বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা ;কিন্তু মনে হাজারো প্রশ্নের ভিড়ে সেটা যেন হারিয়ে গেল।
তাইতো শুভেচ্ছা বার্তা বিনিময় করতে পারলাম না
আদৌও কি বাংলাদেশ এখন আছে?
নাকি আমার সব ধারণা ভুল!
তবুও বারেবারে একটি কথাই বলতে চাই
বাংলা তুমি ভাষা নিয়ে জেগে থাক
বাংলা তুমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ…
নির্বিশেষে সব ধর্মের ঊর্দ্ধে উঠে
বাংলা ভাষায় কথা বলা মানুষের সাথে কথা বলো
বাংলা তুমি মীর মশাররফ হোসেন এর ভাবনায়;কালী নামে ডাক দিয়ে নাম রাখার কথা বলো।
রাজবাড়ী থেকে কাব্য কথার অনুরণন
আবার যেন বাস্তবে বাস্তবায়নে কথা বলে
তবেই বোধহয় শুভেচ্ছা বার্তা বিনিময় সঠিকভাবে রূপায়িত হবে, আগামী নতুন বছরের…….