সাপ্তাহিক ধারাবাহিক ঐতিহ্যে “কলকাতার চার্চ (কোম্পানীর যুগ)” (চিত্রপর্ব – ৫) – লিখেছেন অরুণিতা চন্দ্র

কলকাতারচার্চ (কোম্পানিরআমল) – চিত্র পর্ব ৫

মহানগরীর কোম্পানি আমলে নির্মিত যে ক্যাথলিক গির্জাগুলির পরিচয়যে পূর্ববর্তী পর্বগুলিতে দেওয়া হয়েছে তাদের একটি চিত্রপরিচয় দান আবশ্যক। আলোচ্য পর্বে সেই প্রচেষ্টাই করা হয়েছে।

১। পর্তুগীজ চার্চ Cathedral of the Most Holy Rosary, ১৮২৬ খ্রিষ্টাব্দেরচিত্র

২। পর্তুগীজ চার্চ Cathedral of the Most Holy Rosary, বর্তমান চিত্র

৩। পর্তুগীজ চার্চ, মুরগিহাটা, অভ্যন্তর

৪। Our Lady of Dolours, বউবাজার

৫।lady of Dolours বউবাজারচার্চের অভ্যন্তর

৬। Church of the Sacred heart of Jesus, ধর্মতলা ১৮৪৮ খ্রিষ্টাব্দের চিত্র

৭।Church of the sacred heart of Jesus, ধর্মতলাবর্তমান চিত্র

৮। Church of the sacred heart of Jesus, ধর্মতলাঅভ্যন্তর

৯।St. Thomas Church, পার্ক স্ট্রীট

১০। St. Thomas Church, পার্ক স্ট্রীটঅভ্যন্তর

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।