সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব – ৬০)

না মানুষের সংসদ
চিত্রলেখা বলল,
অংকে ফেল করেছে, আগের বছর ফার্স্ট হয়েছিল ক্লাসে ।
খৈতান মৈত্র হেসে বললেন,
তো ! আমিও অংকে দু-বার ফেল করেছি । কিছু তেমন না হলেও বেঁচে আছি । খারাপ তো নেই ।
চিত্রলেখা লজ্জা পেয়ে গেল ।
ছি ছি আপনাকে কিছু বলতে চাইনি ।
আমাকে যদি কিছু বলেনও কচুপোড়া হবে । ভারতবর্ষের রাষ্ট্রপতি কি ক্লাসে বরাবর ফার্স্ট হতেন !
জানি না ।
কখনও অংকে ফেল করেননি !
চিত্রলেখা বলল,
এসব জানিনা আমি ।
খোঁজ নিয়ে দেখলে হয়তো মনের রেজাল্টের সমর্থন পেয়ে যাবেন ।
এবার খৈতান মৈত্র আবার মনের দিকে তাকালেন ।
মন, তোমার সবচেয়ে কি করতে ভালো লাগে !
জানো তো একটা পাখি আছে আমাদের জানলার ধারের আমগাছটায় বসে আর গান করে ।
কি গান !
সা-রে-গা-মা . . .
তুমিও গাও তার সঙ্গে তাই না !
হ্যাঁ । খুব ঝলমলে দেখায় মনকে ।
খৈতান মৈত্র বলেন,
এবার বুঝতে পেরেছি মন কেন আন্টির পড়া না শুনে জানলার বাইরে তাকিয়ে থাকে । আন্টি যদি গান গাইত মনও আন্টির কথা শুনত । তাই না !