সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব – ১৮)

না মানুষের সংসদ 

মন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখল সেই দাদু এসেছে । খুব আনন্দ হল মনের ।
সে বলল,
দাদু – বাবা বলল পক্ষীরাজ বলে কিছু হয় না ।
দাদু হেসে বলল,
আর মা কি বলল !
মা বলল – দাদু তোকে বুদ্ধু করেছে ।
তুমি কি বিশ্বাস করো পক্ষীরাজ আছে !
মন হাত নাড়িয়ে নাড়িয়ে বলল –
নিশ্চয় । আমি জানি তো সে আছে । সাদা মেঘে মেঘে সে ভেসে বেড়ায় ।
দাদু খুশি হয়ে গেল । বলল –
আমি জানি তোমার বিশ্বাস রয়েছে, গভীর বিশ্বাস রয়েছে । তবে !
মন অবাক হয়ে বলল,
তবে কী ?
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।