।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় অদিতি চক্রবর্তী
হ য ব র ল
শীত কাল এখনো আসেনি, আমরা গৃহবন্দী দুদিন ধরে
সামাজিক তৎপরতায় কেউ একবারও জিজ্ঞেস করেনি
ভালো আছো? রাতের কলকাতায় অলিগলি তে ঢুকে
এক্কেবারে হারিয়ে যেতেই চেয়েছিলাম বাড়ি চিনতে
চাইনি নিজের, ট্রাফিক পুলিশ দেখি ঠিক বার করেছে,
আমরা কাপুরুষ! সন্ত্রাসবাদীদের থেকে নিজেদের লোকাতে
চেয়েছিলাম মনে হয়, সেই অষ্টদশ শতাব্দী থেকেই বিপ্লবীদের
নিজেদের লৌহ মানবের মতোন শরীর আর বিশুষ্ক সম্মান কেনা বেচায়, বিশীর্ণ অবস্থায় পড়ে থাকতে দেখেছি, লস এঞ্জেলাসে মহিলাদের যৌনতা নিয়ে টানা পোড়েন হতে দেখেছি, বীভৎস! আসলে আমরা হারাই না
হারায় আমাদের নিজেদেরই সমাজের লজ্জা, যবনিকা টানা
শিকড় বাকড় জড়ানো জীব গুলো।