সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব – ৫৬)

না মানুষের সংসদ


টিকটিকি, হুলো, পেঁচা, চশমা-পাখি এর মধ্যে ওদের নিয়ে বসে ছিল নন্দ-স্যার । শেয়ালকে ডাকা হয়, ‘ও’ কিন্তু আসেনি । হুলো বলছিল, শেয়ালের ব্যবহার বেশ সন্দেহজনক । অনেক কথা গোপন করছে । ভুলোকে কামড়ে দিয়েছিল । বুধু ঘোড়াও রাত-বিরেতে শেয়ালকে কয়েকজন সাঙাত নিয়ে ঘুরে বেড়াতে দেখেছে । 
        শেয়াল ক্ষমতালোভী । না-মানুষের সংসদ গঠন যতোখানি সহজভাবে গঠিত হবে ভাবা গেছিল তা হবে না । তথাকথিত লেখাপড়া ইতর প্রাণিদের নেই । সংবিধানের খসড়া পরেও লেখা যেতে পারে কিন্তু নির্বাচন প্রক্রিয়া খুব দ্রুত সম্পূর্ণ করতে হবে । 
        নন্দ-স্যার সত্যিই খুব চিন্তায় পড়লেন । স্কুলে ঠিকমতন ক্লাস নেওয়া হচ্ছে না । হেড-স্যার রাগ করছেন । অবসরের দিন এগিয়ে আসছে । এরপর না-প্রাণিদের নিয়ে ভাবতে পারবেন । সেই সংবিধান রচনা হলে মানুষের সমাজ ওঁকে স্বীকৃতি দেবে না কিন্তু মনুষ্যেতর জীবেরা তাঁকে মনে রাখবে । দেশ-বিদেশের না-মানুষের সভায় তাঁর কথা আলোচিত হবে । এমনিতে পরিযায়ী পাখিরা ঠোঁটে করে বহু সংবাদ নিয়ে গেছে । পলাশিপাড়ায় নির্বাচন সফল হলে হয়তো টিকটিকিকে বিদেশে যেতে হতে পারে কিন্তু তার তো আর ডানা নেই । পাখিদের পীঠে চেপে দূর দেশে যাওয়া বিপদজনক । বুধু ঘোড়াও সীমান্ত পার করতে পারবে না । 
        নন্দ-স্যার ভাবলেন বিমানের দোকানে একটা ইন্টারন্যাশনাল পাসপোর্টের দরখাস্ত করতে হবে । এসব স্বপ্ন এখনই দেখা ঠিক নয় । নির্বাচন সফল হোক, সম্পূর্ন হোক – তখন ভাবা যাবে । মানুষের আয়ু বেশীদিন নয় । না-মানুষদের অনেকের আয়ু তার চেয়েও কম । কচ্ছপ অনেক বছর বাঁচে, সংবিধানটা তাঁকে শেখালে সংরক্ষণ করতে পারবে । তবে পলাশিপাড়ায় কচ্ছপ দেখা যায় না । কাকদ্বীপ, নামখানা থেকে আনা যায় । 
সেখানে জম্মু-দ্বীপে জ্ঞানী কচ্ছপেরা রয়েছে । প্রতিবন্ধকতা মানুষের লোভ । মানুষ সর্বভুক । কচ্ছপের মাংস নিষিদ্ধ কিন্তু সমবেত মানুষের লোভের প্রতিরোধ নন্দ-স্যার একা করতে পারবেন না । 
        গণতন্ত্রের বিপদও এখানে । ভুলটা অনেকে সমর্থন করলে কিছু করার থাকে না । গ্যালিলিও, সোক্রেতেস সত্যকথা বলতে গিয়ে আক্রান্ত হয়েছেন । রোমাঞ্চিত বোধ করছেন নন্দ-স্যার । যদি সফল হন, মানুষদের মধ্যে শুভবুদ্ধি-সম্পন্নদের নিয়ে যৌথ মঞ্চ তৈরি করতে হবে । এসব তিনি পারবেন না । বক্তৃতা তাঁর আসে না । তিনি মিথ্যে কথা বলা অপছন্দ করেন । মানুষের মধ্যে অনেককেই তাঁর গিরগিটি বলে মনে হয় । 

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।