কবিতায় অলক্তিকা চক্রবর্তী 

দিনপঞ্জি

আবার সেই অদ্ভুত ভালোলাগা এবং মন্দ লাগা
পরস্পর বিরোধী এই দ্বৈত সত্তার টানা পোড়েন চলে দিন রাত
শীতল যেন মাছের চোখ হয়ে বেঁচে থাকতে থাকতে
কোথায় বরফ পড়ে
আনমনে নুড়ি-পাথর জমে টুপটাপ মুক্তো দানায়
কাঠ কুটো জড়ো করতে থাকি ইন্ধনের
তবু আগুন জ্বালবার তাগিদ দেখিনা
অদ্ভুত এক মিশ্র প্রবাহ চলতে থাকে দিন মাস বছর…
ক্লান্তি আর অবসাদের পিঠোপিঠি শীত ঘুম পেরিয়ে
সেই আলোর ভাপ… ফসলি রূপকথা… নক্ষত্র দিন…
ইকড়িমিকড়ি উথলে উঠতে থাকি সংক্রান্তি বলয়ে
নেহাত বেঁচে আছি এই বোধ থেকে.
Spread the love

You may also like...

error: Content is protected !!