চাঁদটা দেখতে রুটির মতো রাখীর নাকি ঈদের,
অনেক নাম হয়না কেন একটা নাম তো খিদের।
আজকের চাঁদ ঈদের আর কালকে পূর্ণিমার,
খিদে পেটে আমার কোনও চাঁদের কি দরকার!
পথে ঘাটে সবাই দেখছি ভাইকে পরায় রাখী,
আমার বোনটা গত বছর মড়ে গেছে পাখি।
কে পরাবে আমায় রাখী নোংরা কাপড় জামা,
সকাল হলেই কাজ যে আমার নর্দমাতে নামা।
ঈদ আর রাখী আমার কাছে নেই তো ব্যাবধান,
ফুটপথে তো সবাই সমান হিন্দু, মুসলমান।
চাঁদটা যদি রুটি হয়ে পড়তো এখন ঝরে,
মনের সুখে খেতাম চাঁদ কে পেট টা যেত ভরে।
ঝুপড়িতে তো যায়না বোঝা দিন রাত্রি সমান,
পূর্ণিমা চাঁদ দেখতে কেমন নেই তো কোনো প্রমাণ।
ঈদের চাঁদের আনন্দতে শহর ভরে যায়,
আমার মায়ের নেই তো ওষুধ বিছনাতে কাতরায়।
খিদের কথা বলতে ভাবি কার কাছেতে যাবো,
আল্লাহ এবং ঈশ্বর কে কোথায় গেলে পাবো?
আমাদের তো ঈদ ও রাখী কিছুই থাকতে নেই,
মা মরছে ছটফটিয়ে খিদের জ্বালাতেই।