T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় অনির্বাণ চট্টোপাধ্যায়

বিশ্ব কবিতা দিবস
ভার্জিল বসে একা একা লিখে যান
কবিতা আজকে মানুষের উৎসব
রাজসভা থেকে মুক্তি পেয়েছে সবে
শ্রমিক কৃষক মানুষেরা সাথে পাবে ;
ছাত্র,ছাত্রী, সৈনিক, গৃহবধূ
কবিতা সবার আপন জনের মতো
ইস্তেহার আর স্লোগানের ক্ষুব্ধতা
কবিতা কবেই জায়গা নিয়েছে তাতে ;
এসো হে সবাই হাতে হাতে বিলি করি
কবিতা শুধু না বাঁচবার লিফলেট
শুশ্রূষা হবে আহত, মুমূর্ষুের
যে যার ভাষায় বলো জয় হোক তবে
কবিতা লিখেই মানুষ বাঁচাতে হবে।।