গুচ্ছ কবিতায় অরিন্দম চট্টোপাধ্যায়

হেমন্তকালীন
১
একটা গড়ানো পথ বেয়ে
নামে হেমন্ত সন্ধ্যা
হলুদ ওড়না প্রেমের মতো
বাতাসে মিশে থাকে ছাতিম সুভাস
অনেকটা পূর্বরাগ হয়ে যায়
আর একটু গড়িয়ে গেলেই
হয়ে ওঠে হিম মধ্যযাম
ছড়িয়ে পড়ে যাবতীয় অনুরাগ
আর রাতপাখির যত ওড়াউড়ি
তারপর গড়ানো পথ থেকেই
শাখা পথ ধরে অদৃশ্য হয়ে যায়
আড়াআড়ি দৃষ্টি ফেলে
যেমন একটা নদী থেকে অন্য এক নদী
২
ভাঙা ভাঙা মেঘ গুলো স্থির
যেন একটা উপত্যকার মতো
হিম জড়ানো পড়ন্ত বিকেল ক্রমে ক্রমে
আর হাসনুহানা সুগন্ধে অরণ্যস্তব্ধতা
আলোআঁধারির ভেতর এক অন্যপৃথিবী
অবশেষে রাত গভীর হয়ে ওঠে
রাই জাগো রাই জাগো বলে কেউ
খঞ্জনি হাতে পরিক্রমণে
বৈষ্ণবীয় ভোরাই সঙ্গীত গেয়ে ওঠে
আর ব্রাহ্মমুহূর্তে মুখরিত হয়ে ওঠে
শস্যভূমি থেকে ওঠে নতুন শস্য
আর আঙিনাময় শস্যের মৌতাত
চারিধারে যেন এক মুখরিত আনন্দরাগ
আর ছড়িয়ে যায় সোনালী রোদ
যেন আগত হিরন্ময় দিন।