T3 নববর্ষ সংখ্যায় অনির্বাণ চট্টোপাধ্যায়

কবি তাকিয়ে আছে
চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে
কার কার চোখ,কাদের চোখ? বোঝা যায় না
পুরনো চিঠিরা হারিয়ে যাচ্ছে বলে? বছর চলে যায় বলে?
মনখারাপ আর মনখারাপ
পৃথিবীতে বৈশাখ আসার সময়
খারাপ কিছু ভাবতে নেই, করতে নেই
শিশু বৈশাখ জন্ম নিয়েছে বসন্তের শুরুতেই
ধীরে ধীরে বেড়ে উঠছে
হলুদ আর লাল শুকনো পাতায় পুরোনো বছরের লাভ ক্ষতি র হিসাব
লেবু গাছের জায়মান পাতায় লেবু ফুলের অপেক্ষা
পৃথিবী জুড়ে আমের মুকুলের মিষ্টি গন্ধ
এসো বৈশাখ, তোমার জন্য পিঁড়ি পাতা আছে
রাধাচূড়া কৃষ্ণচূড়া তোমার প্রতীক্ষায়
কবি তাকিয়ে আছে প্রকৃতির বদলের দিকে…..