T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় অমিত চক্রবর্তী

হালে বেঁধে রাখা অডিসিয়ুস

খঞ্জনী মুখে নিয়ে উড়ে যায় হতভম্ব ঈগল।
পথপাশে পড়ে থাকে একা বৃদ্ধ গায়ক,
শেষ সম্বল হারিয়ে, হতভম্ব সে নিজেও…
দুজনেই নিমন্ত্রণ পত্র পেয়েছিল তারা,
গতিছন্দ আর অসহায়তা মিলে
একসাথে এসে হাজির।
মুখ দেখাদেখি বন্ধ এদের, আমি জোর করে
হ্যালোইন ড্রেস পরাই, চেনা যায় না আর
কোনটা কে। এইভাবেই ছোট পরিসর থেকে
পাড়ি দেয় জাহাজ আবার, সরু খাঁড়ি জুড়ে
ধাক্কার বহর
তবু হালে বেঁধে রাখে নিজেকে অডিসিয়ুস,
অবান্তর করে দেয়
অসহায়তার সাইরেন গান,
অবান্তর করে দেয়
অমিতাচারী ঈগলছন্দ।

Spread the love

You may also like...

error: Content is protected !!