T3 || ঈদ স্পেশালে || লিখেছেন অরবিন্দ চক্রবর্তী
by
·
Published
· Updated
রাধিকার সাথে দেহতত্ত্ব
রাধার প্রেমে মত্ত হয়ে জাল ফেলেছি তথ্যাগারে
সূত্রীকরণ প্রেমশুমারে হাল ধরেছি মনবিহারে।
জলের নাওয়ে ছলাত ছলাত বুক বেসে যায় সুখমাজারেেএমন আমি ফকিরপুরুষ তসবি
গুনি এক নাগাড়ে।
তোমাকে চাই, তোমারে চাই, দেহের চাই সুবাদে
তথ্য থুয়ে তত্ত্বকথায় দেহ মজাই খাজ সুখাদে।
তবু তুমি কেমন যেন ওড়না ওড়াও ছাদপাহাড়ে
এদিক আমি রাসোৎসবে চাঁদ খেয়ে যাই রাতআহারে।