T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় অজয় চক্রবর্তী
by
·
Published
· Updated
পৌষ পার্বণ
বছর থাকে নানান রকম পার্বনেতে ভরা,
তাদের মধ্যে পৌষ পার্বণ সবার থেকে সেরা।
মাঠে মাঠে নতুন ফসল সবুজ চারিদিকে,
সোনার ধানে ঢেউ খেলে যায় বাতাস থেকে থেকে।
ভোরবেলাতে ঘাসের আগায় শিশিরবিন্দু ঝরে,
গাছের থেকে মাটির পড়ে টাপুর টুপুর পড়ে।
হিমেল হাওয়ার সাথে সাথে সোনা রোদ মেখে,
বাগানেতে ফুলের বাহার জুড়ায় চোখ দেখে।
নতুন ধানের গন্ধে গ্রামে নবান্ন উৎসবে,
প্রস্তুতি নেয় ঘরে ঘরে গাঁয়ের বধু সবে।
সকালবেলায় খেজুর গাছের মিষ্টি রসের ঘ্রাণ,
শীতল হলেও এক চুমুকেই জুড়িয়ে দেয় প্রাণ।
পৌষ মাসের শেষ বিকেলে পার্বণে উৎসবে,
সংক্রান্তির আয়োজনে ব্যস্ত তখন সবে।
নলেন গুড়ের গন্ধে মাতাল ছোট-বড় সবাই,
নতুন চালের পিঠে পায়েস তার সঙ্গে যা চাই।
নানান রকম পিঠেপুলি ভাজা এবং রসে,
নারকেল আর খেজুর গুড়ে দুধ মিশিয়ে কষে।
দুধপুলি আর পাটিসাপটা রসবড়া আর কতো,
রাত্রি জেগে কেউ পারেনা পল্লী মায়ের মতো।
হিমেল হাওয়া সকাল রোদে গায় মাখিয়ে যখন,
নানান রকম বাঁশি পিঠে নিয়ে বসি তখন।
অজান্তেই মনটা কাঁদে তাদের কথা ভেবে,
লেপ কম্বল নেইতো যাদের পার্বণে কি হবে?