T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় অনির্বাণ চ্যাটার্জি

দেবীপক্ষে দীর্ঘশ্বাসে
আরও অনেকগুলি পুজো দেখা বাকি ছিল মেয়ের
নতুন শাড়ি পরে অঞ্জলি দেওয়া বাকি ছিল
মা দুর্গা কৈলাশে বসে খবর পেলেন
সমস্ত বাবা,মা,ভাই, বোন চোখে জল নিয়ে মিছিলে হাঁটছে
শরতের আকাশ, বাতাস, কাশফুল, শিউলি উৎসবে
মাথা নিচু করে আছে
খালি একদল খুনি, রাক্ষস রাক্ষসী তান্ডব করে বেড়াচ্ছে
মা দুর্গা লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদের চীৎকার শুনছেন
এবার প্রতিবাদের উৎসব আমাদের
দেবীপক্ষে মা দেখছেন দুর থেকে
শূণ্যে ধুলোর ঝড়ে মনখারাপ উড়ছে তো উড়ছেই
বাগেশ্রী তে কারা আলাপ করছে বিশ্বভুবন জুড়ে
মেয়েটি মরেনি আজও, চোখদুটি ভেসে বেড়ায় আকাশ ময়………