সাতে পাঁচে কবিতায় অনির্বাণ চ্যাটার্জি

প্রতিবাদ আর বিপ্লবের বন্ধুত্ব
বর্ষাকালে এমন অঝোরে বৃষ্টি হলে
বাবা দোতলায় বসে বসে গাইতো
“এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়…..”
কুড়ি বছর ধরে একা একা সেই গান গাই
আমার বয়স বেড়েছে কুড়ি বছর
রবি ঠাকুরের বয়স আরও কমে গেছে
হিজলি জেলে পুলিশের নির্মম গুলি চালানো র খবর
শোনামাত্র
দেখলুম ক্রুদ্ধ, আহত রবীন্দ্রনাথ টাউন হলে পড়ছেন
“ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছো বারে বারে
দয়াহীন সংসারে ”
আর দেখলুম, শোকাহত শ্রোতাদের সামনে দাঁড়িয়ে
শুনছেন বিপ্লবী দিনেশ……..