ইতিপূর্বে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা কলকাতায় প্রতিষ্ঠিত তিনটি চার্চের সংক্ষিপ্ত পরিচয় আলোচিত হয়েছে। কোম্পানী র অফিসিয়াল চার্চ বাদে অন্য চার্চ গুলি সম্পর্কে আলোচনার পূর্বে এই তিনটি গির্জার একটি সচিত্র উপস্থাপনা প্রয়োজন। নীচে সেই প্রচেষ্টাই করা হল।
১। ১৭৩০ খ্রিষ্টাব্দে চিত্রকর George Lambert-এর তুলিতে St. Anne’s Church। এর বিপরীতে অবস্থান করছে পুরাতন fort Willian যে স্থানে বর্তমানে জিপিও অবস্থিত।
২। চিত্রকর Thomas Daniel-এর তুলিতে ১৭৯৪ খ্রিষ্টাব্দে St. John’s Church
৩।বর্তমানের সেন্ট জন চার্চ
৪। অষ্টাদশ শতকেরজার্মান চিত্রকর Johann Zofanny-র The Last Supper
৫। সেন্ট জন চার্চে রক্ষিত পাইপ অর্গান
৬। Job Charnock- এর সমাধি, সেন্ট জন চার্চ
৭। St. Paul’s Cathedral, Old Photograph. সুউচ্চ পুরাতন চুড়াটি স্পষ্ট যা পরবর্তী কালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়।