সাতে পাঁচে কবিতায় অতনু চক্রবর্তী

ভালো লাগছে না

ভালো লাগছে না কিছুই, মধ্যবিত্তের মধ্যবর্তিতা।
সময়োপযোগী সমালোচনার সময়োচিত অপকারিতা।
ভালো লাগছে না কিছুই, একলসেরে সংসার।
অর্থনীতির পরিহাসের একান্নবর্তী অহংকার।
ভালো লাগছে না কিছুই, সময়ের টানাপড়েন।
সময়হীন রসিদ আর গালাগালির ফিউশন।
ভালো লাগছে না কিছুই, আদর্শের অবসাদ।
রঙিন কিছু স্বপ্ন নিয়ে রঙবেরঙের বিষাদ।
ভালো লাগছে না কিছুই, কর্মহীন কর্মসূচি।
অপরিচিত রাস্তায় নেমে মৃত্যুর পরিচিতি।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।