সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব – ২৪)
by
senbxitantfi
·
না মানুষের সংসদ
কান্তু-দা বলল –
তুই নাকি পাখির বাসা ভেঙে দিস্ !
মুখ নীচু করে রইল শ্রোত্রিয় ।
কি নাম তোর !
শ্রোত্রিয় ।
বাপ-রে । মানে কী ? কান্তুদা বলল ।
শুনে মনে রাখে যে । ‘শ্রুতি’ ধাতু থেকে আমার নামের উৎপত্তি ।
কান্তুদা বলল –
শুনেছি তুই খুব পড়াশুনায় ভালো ।