কবিতায় অনির্বাণ চ্যাটার্জি
ভালোবাসা
জ্ঞান মাথায় থাকে না হৃদয়ে থাকে
যে মস্তিষ্ক দিয়ে ভালোবাসে সে ব্যবসা করে
ভালোবাসা যুক্তি তর্ক মানে না
আবেগ আর আবেগ
খুব বেশি ভালোবাসা মানে তিনদিন কথা বন্ধ
বাসনপত্র হাত ফসকে পড়ে পড়ে যাওয়া
উল্টোদিকে পাশ ফিরে শোওয়া
বাইরে গিয়ে ফিরতে দেরি হলে বার বার মিসকল
সকালে ঘুম থেকে উঠে দেখা চায়ের কাচের টেবিলে
কে প্লেটে জল দিয়ে রেখে গেছে চাঁপা বা শিউলি
চায়ের ট্রেতে যত্ন করে রাখা প্রেসারের ওষুধ
খুব বেশি ভালোবাসা হলে শোনা, আমি ছাড়া কে
থাকতো তোমার সাথে ¡
বেশি ভালোবাসা হলে লেবু ফুলের গন্ধ চারদিকে
দু-জনে বসে বসে দেখা
মেঘ সরে গিয়ে প্রতিপদের চাঁদ দেখা যায়।