T3 || কোজাগরী || বিশেষ সংখ্যায় অরুণাভ চক্রবর্তী

শারদ উৎসবে
চারিদিকে লোক গমগম করছে
প্রতিমা দর্শনে লোকজন ঘুরছে,
অতিমারী প্রাণপণে দৌড়ে ছুটছে
গরমে শরীরে কতো ঘাম ঝরছে।
উত্তর থেকে দক্ষিণে কতো পূজা
গলি থেকে রাজপথে পূজামণ্ডপ,
কাতারে কাতারে চলে লোকজন
সময়ে দেখা চাই ঠাকুরগুলো সব।
সেল্ফি তুলে তুলে ছেলে বুড়ো ক্লান্ত
আবহাওয়ায় খবর বুঝি হলো ভ্রান্ত,
ঠান্ডা পানীয় জলের বোতল পথসাথী
প্রেমিকযুগল রাতজাগে ভয় মনে হাতি।
ভবঘুরে ঠান্ডাপানীয় চেখে খুশি
ডাস্টবিনে ঘেঁটে খায় তলানি,
এই বেশ ভালো আছি ভাবসাব
বিধাতা করে কি এযুগে পাপ ?
ফুটপাতবাসীর শুয়ে ঘুম হয় যে বরবাদ
আলোর ঝলকানি কোলাহল সারারাত,
শারদ উৎসব কাটে কারো অতি আনন্দে
দুখী সর্বহারারা কোন দেবতা দেবী বন্দে?