সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব – ৫১)

না মানুষের সংসদ
৫১
চিত্রলেখা বলল, কি সুন্দর । নাম জানো পাখিটার !
বিমান বলল, না । চিনতে পারছি না ।
মন বলল, পা ধা নি সা .
পাখি উত্তর দিল, সা নি ধা পা . . . .
চিত্রলেখা দেখল চোখের পাতা ধূসর আর ঠোঁট আর পা দুটো কালো । এ-গাছ থেকে ও-গাছে যাচ্ছে যেন নাচতে নাচতে । তারপর সেও শুনল ছোট্ট পাখির গান গাওয়া – সা-রে-গা-মা । গাইছে আর অবিরাম নেচে চলল পাখিটি ।
বিমান বলল,
এবার মনে পড়েছে ওর নাম চাক দোয়েল । শিস দেয় কিন্তু এ-ভাবে যে গায় এর আগে কখনও শুনিনি ।
চিত্রলেখা বলল,
মনের পাল্লায় পড়ে আমাদেরও মাথা খারাপ হয়ে যাচ্ছে না তো ! সুস্থ আছি তো !
বিমান হেসে বলল,
কি জানি !
চিত্রলেখা বলল,
একটু পরে সন্ধে হবে মন – পড়তে বসতে হবে ।
মন বলল,
মা – ফুচকা খাবো ।
না, তুমি এখন দুধ খাবে এখন ।
বিমান বলল,
থাক, আমি ফুচকা এনে দিচ্ছি তোমাদের জন্য ।
মেয়েকে জড়িয়ে ধরে চুমু খেল চিত্রলেখা ।