|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় অরিন্দম চট্টোপাধ্যায়

সমুদ্রমেঘ ও চূর্ণী নদী
যাযাবর সমুদ্রমেঘ গুলো উড়ে বেড়ায়
যে পথ দিয়ে রোজ যাই সেই পথে
যেতে যেতে কী ভাবে আবার হারায়
আনমনা হয়ে যাই-
তখন এসে দেখা করে চূর্ণী নদী
সে নিয়ে যায় রঙহীন এক পাখিকে
দূরে কাঁটাতার পেরিয়ে এক অসীমে
বোধ হয় এক বিন্দুর মতো করে দেয়
সমুদ্রমেঘের কথা সে বলে না
সে সেই পাখির কথা বলে….
আর আমি খুঁজি ঐ সমুদ্রমেঘ
আমি বারবার জিজ্ঞেস করি
চূর্ণী নদী নিরুত্তর থাকে, বলতে চায় না
নদী পাড় বরাবর অপেক্ষায় থাকতে থাকতে
রোদ রঙ ভেঙে ভেঙে গলে যাওয়া নদী পথ দেখি
তবু ও সমুদ্রমেঘ দেখতে পাই না