।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় বৈশাখী দাস

মায়ের আগমন

স্বপ্ন উজান মেঘের কোলে সেই শান্ত সকালবেলা
বনের পাখি উঠলো জেগে, শিশির ভেজা সেই শরৎকালে
পুজোর হাওয়া জগৎ জুড়ে মা আসছে ঘুরে ঘুরে
ঢাকের তালে খুশির দোলে, শিউলি নাচে ডালে ডালে
মেতেছি আজ নতুন নেশায়, ছুটির দিন আপন সুরে
পুজো মনে আজ কাটবে দিন হেসে খেলে
আছে হাতে শুধু মাত্র কয়েকটা দিন
তারপর শুরু হয়ে যাবে আনন্দের অসীম
নতুন বস্রে, নতুন সাজে হয়ে উঠবো আবার রঙিন
পুষ্পাঞ্জলি ও ভোগ বিতরণে হবে সেই মন খোলা আড্ডা
বোধন থেকে বিসর্জন, ভালো রেখো সবাইকে
এটাই মায়ের চেষ্টা
সবাই কে জানাই আমার ভালোবাসা ও আগাম পুজোর অভিনন্দন

মা দুর্গা

নীল আকাশ ঘিরে শুধু সাদা মেঘ
সেই পেঁজা পেঁজা তুলোর মতো
শুরু হলো আনন্দের মেলা
দূর্গা মায়ের আগমনে
সেই কাশ ফুলের খেলা।
আজ মায়ের আগমনে
খুশি সবার মন
মহালয়ার প্রতীক্ষাতে
মগ্ন ত্রিভূবন!
আজ মা দূর্গা দশভূজা
এসো সপরিবারে
ছুটির দিনে দেখবো তোমায়
মণ্ডপে বারে বারে
তোমার রূপের সেই মহিমা
করবো অবলোকন
বলপ্রদায়িনী মা গো আমার
অভয় করো নিবেদন
মহিষাসুরের সমাপন করে
এসেছো তুমি এত দূর
আনন্দে আজ মাতোয়ারা আমরা
বাজে আগমনী সুর
আজ তোমার দুই গুনবতী কন্যা
যারা রূপে আর গুনে অনন্যা
লক্ষ্মী আর সরস্বতী
আর রইলো দুই পুত্র
গণেশ আর কার্তিক
তোমার সঙ্গে তাদের এনো কিন্তু ঠিক
আর বাহন গুলোও সঙ্গে
এনো
মনে থাকে মাগো যেন
ওরা ছাড়া তোমার পূজা
পূর্ণ কি হয় কখনো
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।